রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব নারী দিবস পালিত।।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, March 7, 2022

রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব নারী দিবস পালিত।।।

বিশ্ব নারী দিবস উপলক্ষে র‌্যালীর প্রস্তুতি
 

নিজস্ব প্রতিবেদক:

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর আজকের এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”। এই মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”

তাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অন্তগর্ত ১নং গোদাগাড়ী ইউপিতে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ শ্লোগানকে সামনে নিয়ে  আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১নং গোদাগাড়ী ইউপির অডিটোরিয়ামে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমাতায়নে সামাজিক অংশীদারিত্তের উন্নয়ন বৃদ্ধি (প্রসপেক্ট) প্রকল্প ডাসকো ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মাসিদুল গণি মাসুদ চেয়ারম্যান ১নং গোদাগাড়ী ইউপি, আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মো: মানসুরুর রহমান পরিচালক আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগ ও সভাপতি রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন ডাসকো ফাউন্ডেশন।আরো বক্তব্য রাখেন মুহাঃ দুরুল ইসলাম একালা সমন্বয়কারী (গোদাগাড়ী-তানোর), মো: মিজানুর রহমান সাধারণ সম্পাদক আসক ফাউন্ডেশন রাজশাহী জেলাে স্পেশাল কমিটি, মোঃ ওবাইদুল ইসলাম গোদাগাড়ী ইউপি সদস্য সহ আরও অনেকে। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী

এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্ততারা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বক্তব্যে বলেন সারা বিশ্ব এই দিনটি নারীদের প্রধান উপলক্ষ করে পালন করেন। কোন নারী যাতে আমাদের সমাজে অবহেলীত, লিঙ্গ বৈষম্য স্বীকার না হয়। নারী যাতে শিক্ষ, শিল্প-সাহিত্য সহ সব ধরনের ক্ষেত্রে ও সমাজের সমস্ত কাজে তাদের বিশেষ অবদান সমান ভাবে রাখেতে পারে। সকল কে নিজ নিজ অধিকারের বিষয়ে সজাগ থাকতে হবে।  

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages