রাব্বানীকে সর্মথন দিয়ে রাজশাহী- ১ আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আখতার। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Saturday, December 30, 2023

রাব্বানীকে সর্মথন দিয়ে রাজশাহী- ১ আসন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আখতার।

অনলাইন ডেক্স:

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আরেক স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীকে সমর্থন দিয়েছেন।

শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন জেলা আওয়ামী লীগের নেতা আখতার এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার ও গোলাম রাব্বানীর আদর্শ ও উদ্দেশ্য এক হওয়ায় আমি নির্বাচন থেকে সরে গিয়ে তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা অবশ্যই ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে গোলাম রাব্বানীকে জয়যুক্ত করব।

তিনি আরও বলেন, “ওমর ফারুক মুক্ত গোদাগাড়ী চাইলে সব স্বতন্ত্র প্রার্থীর একসঙ্গে গোলাম রাব্বানীকে সমর্থন দিয়ে কাজ করা উচিত।”

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী বলেন, “আমি আখতারের কাছে সুযোগ চেয়েছি, তিনি আমাকে সমর্থন ও সম্মান দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ৭ জানুয়ারি আমাদের জয় হবে ইনশাআল্লাহ।

আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আয়েশা আখতার জাহান ডালিয়াকেও সমর্থনের জন্য অনুরোধ করেছেন বলে জানান তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী।

তবে সন্ধ্যায় বেলুন প্রতীকের প্রার্থী ডালিয়া বলেন, “আমার সঙ্গে কারও এ ধরনের কোনো কথা হয়নি। আমি মাঠে আছি, থাকব।”

প্রথমে আয়শা আখতার জাহান ডালিয়ার প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল করে দেয়। হাই কোর্ট থেকে বৃহস্পতিবার তিনি প্রার্থিতা ফিরে পান।

আখতারও হাই কোর্টে গিয়ে বৃহস্পতিবার প্রার্থিতা ফিরে পান। তার প্রতীক ঈগল। তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী

সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।আগে থেকেই ধারণা করা হচ্ছিল, এই আসনে ওমর ফারুক চৌধুরীর সঙ্গে কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানীর প্রতিদ্বন্দ্বিতা হবে। আখতার মাঠ থেকে সরে গিয়ে রাব্বানীকে সমর্থন করায় সেই প্রতিদ্বন্দ্বিতার মাত্রা আরও বাড়বে এবং ওমর ফারুক চৌধুরী আরও চ্যালেঞ্জের মুখে পড়বেন বলেই মনে করছেন এই আসনের ভোটারদের একাংশ।  এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নিয়ে মাঠে আছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এখানে মোট প্রার্থী ১১ জন। 
সূত্র: যায়যায় দিন

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages