নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার সকাল ১১ টায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র
(আসক) ফাউন্ডেশন এর আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা
অনষ্ঠিত হয়। রাজশাহী জেলা (গোদাগাড়ী, তানোর, বাগমারা ও মোহনপুর) চারটি
উপজেলা সম্নয়ে গঠিত জোনাল কমিটির অফিস কাঁকন হাট রেল স্টেশন রোড, কাঁকন হট
পৌরসভায়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার মো: লিয়াকত আলির সঞ্চালনায় আজ আইডি কার্ড বিতরণ ও আলোচনা সভা অনষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতি সাহেব সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন আজ হতে আমরা যারা সংস্থার নতুন সদস্য হিসাবে অন্তভূক্ত হলাম বা হয়েছি তাদের সর্ব প্রথম দেশের সংবিধান ও আইন এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আর সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদি হয়ে উঠতে হবে এবং যারা আইনি অধিকার হতে বঞ্চিত তাদের আইনি অধিকার এর বিষয়ে সোচ্চার হতে হবে। সমাজের ও আমাদের আশেপাশে যাতে কোন ব্যাক্তি আইনি অধিকার হতে বঞ্ছিত না হয় সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। সংস্থার সকল সদস্যদের উদ্দেশ্যে সভাপতি সাহেব বলেন আজ হতে সকলকে অবগত করা হলো যে প্রতি এক/দুই মাস পর পর মাসিক মিটিং অনুষ্ঠিত হবে অত্র অফিসে মিটিং এর আগে সকল সদস্যগণকে অবগত করা হবে মোবাইল বা চিঠির মাধ্যমে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির সাংগঠনিক সম্পাদক বলেন সংস্থার কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌছাতে দিতে হবে যাতে সাধারণ লোকজন বিচারহীনতায় না ভূগে সকলে যেনো তার অধিকার ফিরে পাই। আর সংস্থার সকল সদস্যদের অ্যাক্টিভ হতে হবে। যাতে সংস্থার কাজ আরো বেগমান হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: আলম বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক মো: তরিকুল ইসলাম (তারেক),সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মো: আবুল কালাম আজাদ,দপ্তর সম্পাদক মো: সাদিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মো: তরিকুল ইসলাম,সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: আবুল খায়ের, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অঞ্জলী,প্রচার সম্পাদক মি. স্যামুয়েল হাসদা, সহ-প্রচার সম্পাদক মি.লাজারুস সরেন,সদস্য মো: নজরুল ইসলাম,সদস্য মো: শরিফুল ইসলাম, সদস্য রেজিনা মার্ডি,সদস্য পৌলিনা হেমরম সহ আরো স্থানীয় লোকজন।সমাপনি বক্তব্যে সভাপতি জনাব মো: মানসুরুর রহমান সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের রাজশাহী জেলায় অসংখ্য দরিদ্র মানুষজন রয়েছেন যারা টাকার অভাবে আইনী সহায়তা ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এই সংগঠন একটি সেবামূলক প্রতিষ্ঠান উল্লেখ করে আরো বলেন এই সংগঠনের নেতৃবৃন্দরা সমাজের ন্যায় বিচার থেকে বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে আইনী সহায়তা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে এই কমিটির নতুন নেতৃবৃন্দের হাতে আইডি কার্ড তুলে দেন সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সাহেব।




No comments:
Post a Comment