কাঁকনহাট পৌরসভা নির্বাচনে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল মেয়র পদে।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Sunday, December 20, 2020

কাঁকনহাট পৌরসভা নির্বাচনে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল মেয়র পদে।।

 

অনলাইন ডেক্স:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর নির্বাচনে মেয়র পদে ৬জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হচ্ছেন আওয়ামীলীগের এ, কেএম আতাউর রহমান খান, বিএনপির হাফিজুর রহমান, জাতীয় পাটির রুবন আহসান, স্বতন্ত্র মেয়র আব্দুল মজিদ মাষ্টার, আব্দুল্লাহহিল কাফি ও মোঃ রন্জু।

পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন জমা দিয়েছ। আজ রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সকাল ১১ টায় বিএনপির প্রার্থী হাফিজুর রহমান দলীয় নেতা কর্মী নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মশিউর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছে।

বিকাল ৩টার দিকে গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবুসহ নেতাকর্মীদের সঙ্গে মনোনয়ন পত্র জমা দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা এ,কে,এম আতাউর রহমান খান। এরপর নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন বঞ্চিত বর্তমান মেয়র ও কাকনহাট পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ মাষ্টার তার মনোনয়ন পত্র জমা দেন। উল্লেখ্য যে ২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বিএনপির মনোনয়নে কাকনহাট পৌরসভায় মেয়র নির্বাচিত হয় আব্দুল মজিদ।২০১৫ সালের নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হন আব্দুল মজিদ।
 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages