গোদাগাড়ী পৌরসভার মেয়র বাবু ভারতে ইন্তেকাল করেছেন।।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, April 21, 2021

গোদাগাড়ী পৌরসভার মেয়র বাবু ভারতে ইন্তেকাল করেছেন।।।

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ বারের জনপ্রিয় মেয়র মোঃ মনিরুল ইসলাম বাবু আজ সকাল ৫.৩০ মিনিটে ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২:ছেলে, ১ মেয়ে, অসংখ্য আত্নীয়স্বজন, দলীয়, নেতা কর্মী, সমর্থক রেখে গেছেন।
জনপ্রিয় এই মেয়র এর আগের টার্মে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করে বিপুল ভোটে জয়লাভ করেন।

অত্যান্ত সদালাপী, সদাহাস্যজ্জল, জনবান্ধব ব্যক্তি ছিলেন তিনি। তাঁর হার্টে অস্ত্রপাচার করে ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই আজ বুধবার সকাল ৫ʼ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর এলাকার পৌঁছা মাত্রই গোদাগাড়ী পৌরসভার বাতাস ভারী হয়ে উঠে। আত্নীয়স্বজন, দলীয় নেতা, কর্মী, সমর্থক কান্নায় ভেঙে পড়েন, অনেকেই মেয়রের ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী মহল্লায় বাড়ীতে ভীড় করেন। মেয়য়ের মরদেহ দেশে আসার পর তার নামাজের জানাজা সময় জানা যাবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম 


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages