নিজস্ব প্রতিবেদক:
১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে থাকে সরকার। ১৯২০ সালের এই দিনে (১৭ মার্চ) তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। বাবার নাম শেখ লুৎফর রহমান, আর মা সায়েরা খাতুন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। পরবর্তীতে ‘খোকা’ নামের এই শিশুটিই হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির নেতা ও মুক্তির দিশারি।
শেখ মুজিবুর রহমান
গ্রামীণ সমাজের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি শিশুকাল থেকে
প্রত্যক্ষ করেছেন। গ্রামের মাটি আর মানুষ তাকে প্রবলভাবে আকর্ষণ করতো। শৈশব
থেকে তৎকালীন সমাজ জীবনে তিনি জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার, শোষণ
ও প্রজাপীড়ন দেখে চরমভাবে ব্যথিত হতেন। গ্রামের হিন্দু-মুসলমানদের
সম্মিলিত সম্প্রীতির সামাজিক আবহে তিনি দীক্ষা পান অসাম্প্রদায়িক চেতনার।
কিশোর বয়সেই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
দীর্ঘ ২৩ বছরের
আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে
বাংলাদেশ ছাত্রলীগ এবং পরবর্তীতে ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেন।
১৯৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪- এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২- এর শিক্ষা
আন্দোলন, ’৬৬- এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান পেরিয়ে ’৭০ সালের
ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত
নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।বঙ্গবন্ধুর সাহসী ও আপোষহীন নেতৃত্বে অনুপ্রাণিত
হয়ে জেগে ওঠে নির্যাতিত-নিপীড়িত পরাধীন বাঙালি জাতি। ১৯৭১ সালের ৭ মার্চ
বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। যেখানে তিনি ঘোষণা
করেন- ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম।’
আর সে মহান নেতার জন্ম দিন আজ। তাকে স্বরণ করে আজ সরকারী বেসরকারি প্রায় সকল শিক্ষা প্রতিষ্টান,মাদ্রাসাসহ বিভিন্ন এনজিও এই দিনটি উদ্দযাপন করছে।
আর তারও ধারাবাহিকতায় আজ রাজরামপুর চাত্রা দারুল হাদিস আলিম মাদ্রাসায় এই দিন উদ্দযাপন করা হয়। এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ,দোয়া মুনাজাত ও ক্রেক কাটা হয়। সে সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম, অধ্যক্ষ মোঃ সাদিকুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।।
আলোচনার মাধ্যমে অধ্যক্ষ সাহেব সকল ছাত্র-ছাত্রীদের আজ কের দিন টির বিষয়ে ইতিহাস তুলে ধরেন এবং তাদের কে দিন টির গুরুত্ত সম্পর্কে অবহিত করেন যে এই দিনে এক মহান নেতা জন্ম হয়েছে। কারণ বাংলাদেশ নামের সাথে তিনার নাম জড়িত।।।
কাকন জার্নাল/তরিকুল ইসলাম



No comments:
Post a Comment