নিজস্ব প্রতিবেদক:
আজ(১৮ মার্চ) রাজশাহী ঘোরামারা সরকারী প্রা.বিদ্যালয়ে সকাল ১০.৩০টায় রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠনের তৈমাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যে আলোচনা সভায় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ এর ছোট ভাই মো: মিলন এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ সহ দোয়া মুনাজাত করা হয় তার রুহের মাগফিরাত কামনা করে। এবং আলোচনা সভায় কমিটির পক্ষ থেকে রাশিয়া ইউক্রেন এর মাঝে চলমান যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ক্ষতি সহ চরম মানবাধিকার লংঘন হচ্ছে তাই রাশিয়া ও ইউক্রেন এর প্রতি আহ্বান জানানো হয়েছে এই যুদ্ধবন্ধের।
আলোচনা সভায় কমিটির এক বছরের কাজের পূর্ব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যে সকল পূর্ব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাহলো- ১. বাল্য বিবাহ, পারিবারিক সহিংসা,নারী নির্যাতন,মাদক, শিশুর অধিকার,যৌতুক প্রতিরোধে ওঠান বৈঠক হবে ইউনিয়ন/উপজেলা কমিটির। ২. বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন মূলক ওঠান বৈঠক। ৩. তথ্য প্রাপ্তির জন্য আবেদন ফরম পূরণ। ৪. সুবিধা বঞ্চিতদেও নামের তালিকা তৈরী করে সরকারী/বেসকারী অফিসে জমা প্রদন করা। ৫.প্রশিক্ষন গ্রহণের জন্য সরকারী/বেসকারী অফিসে যোগাযোগ করে দেওয়া। ৬. পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধে প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থায়, গ্রাম আদালত ও থানায় যোগাযোগ করা।৭. ভূমি হীনরা খাস জমি প্রাপ্তিতে সহযোগিতা করা । ৮. মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে সকল সরকারী বাড়ি প্রদান বা উপহার দেওয়া হচ্ছে সে বাড়ি যাতে সমাজের সঠিক বা সুবিধা বঞ্চিতরা পায় সে জন্য উদ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সহ আরও অনেক কর্মপরিকল্পনা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো: মানসুরুর রহমান ,পরিচালক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগ, সভাপতি রাজশাহী জেলা স্পেশাল কমিটি আসক ফাউন্ডেশন, সভাপতি রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন ডাসকো ফাউন্ডেশন, সভাপতি বি সি আর এস রাজশাহী জেলা কমিটি ও স্টার্ফ রিপোটার জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকা। সেখানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন এর সাধারণ সম্পাদক জনাব জুয়েল আহম্মেদ। জুয়েল আহম্মেদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র রাজশাহী জেলা স্পেশাল কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল বিডি সোশ্যাল নিউজ এর রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান। সাংগঠনিক সম্পাদক মো: গোলাম কিবারিয়া নয়ন, কোষাধ্যক্ষ জনাব মো: আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদীকা মোসা: মাহমুদা খাতুন, সহ-সভাপতি মোসা: জান্নাতুন ফেরদৌশ, সহ-সভাপতি সুখী টুডু, যুগ্ন সাধারণ সম্পাদক মো: তাসিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোসা: রিনা, প্রচার সম্পাদক মো: তরিকুল ইসলাম,কার্যনির্বাহির কমিটির নির্বাহি সদস্য মো: জালাল উদ্দিন, মো: মাসুদ রানা, লক্ষি মার্ডি, শ্রী উৎপল সরকার, হোসনে আরা বেগম, নাজমা আক্তার রিতা, মোসা: সাজেদা, মোসা: সায়েরা বেগম, জারজিস আহমেদ বকুল, মোসা: রোকিয়া বেগম, শ্রীমতি ইতিরানী, মোসা: রোকেয়া খাতুন সহ আরও অনেকে।
সভাপতি জনাব মো: মানসুরুর রহমান সাহেব সকল সদস্যদের লক্ষ্য করে বলেন আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান হতে নিজের সাদ্ধ অনুযায়ী সমাজের অবহেলিত, গরিব অসহায় মানুষের সেবা করবেন। পাশাপাশি সমাজে মাদক,যৌতুক, জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধান ও বাল্যবিবাহ রোধে বিশেষ ভূমিকাও রাখবেন বলে আমি আশা রাখি। এই সকল কাজ করতে যদি আপনাদের কোন প্রকার সমস্যা হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা নিজ নিজ থানায় যোগাযোগ করবেন।
উক্ত আলোচনা সভা বা মিটিং এর আয়োজনে বা সহযোগীতায় ছিলেন ডাসকো ফাউন্ডেশন
ডাসকো ফাউন্ডেশন সংস্থার প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রোসপেক্ট) প্রকল্প এর গোদাগাড়ী-তানোর কো-অডিনেটার মুহাঃ দুরুল ইসলাম,ডাসকো ফাউন্ডেশন সংস্থার প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রোসপেক্ট) প্রকল্প এর ট্রেনার মোসাঃ জোহরা পারভীন, মোসা: আসমা খাতুন।আয়োজনে ছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভলপমেন্ট ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় ডাসকো ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রোসপেক্ট) প্রকল্প।
কাকন জার্নাল/তরিকুল ইসলাম



No comments:
Post a Comment