নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলায় আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ শে মার্চ) রাত আনুমানিক ৮.৩০মিনিটের দিকে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট স্টেশনের নিকটে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ১৭ বছর। তবে প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যার তার নাম নিহাদ (১৭), পিতা- নাইমুল ইসলাম, গ্রাম-লাহিলাপাড়া । ছেলেটি কাকনহাট ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ছাত্র। কাঁকনহাট রেল স্টেশন এলাকার লোকজন বলেন যে, মনে হয় ছেলেটি রেল লাইনের উপর কানে হেড ফোন দিয়ে লাইন এর উপর বসে মোবাইলে গেমস খেল ছিলো। সে এতটায় খেলাতে মগ্ন হয়ে গেছিলো যে, চাঁপাইনবাবগঞ্জ এর দিক হতে রাজশাহী গামি আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেন এর হর্ণ বুঝতে বা শুনতে পাইনি। যার ফলে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোক জন আরও বলেন যে, আজকাল কম বয়েসী ছেলেরা কাঁকনহাট রেল স্টেশন ও তার আশেপাশে মোবাইল গেমস তথা বাংলাদেশে নিষিদ্ধ গেম যেমন-পাবজি, ফ্রিফাইয়ারসহ আরও অনেক গেমস খেলতে এতই মগ্ন হয়ে যায় যা বলার মত না। আপনারা দেখবেন স্কুল কলেজ ছুটি থাকলে সকালে আর স্কুল কলেজ চললে বিকাল বেলায় স্টেশনে গ্রুপ করে খেলে। কেউ কেউ স্কুল কলেজ ফাকি দিয়ে এই নিষিদ্ধ গেমস খেলে মোবাইল এর মাধ্যমে ভিপিএন চালু করে। এগুলো দেখে আমাদের খুব খারাপ লাগে। জাতির ভবিষত রা আজ কোন পথে হাটছে।
স্থানীয় লোকজন স্থানীয় পুলিশ প্রশাসন ও পৌরসভার কাছে আমাদের মাধ্যমে দাবি জানায় যে, রেল স্টেশনে স্কুল কলেজ পড়ুয়া ছেলেদের গ্রুপ করে খেলা বন্ধ করার বিষয়ে জেনো অতি শীঘ্রই কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে।






No comments:
Post a Comment