![]() |
| রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ এর সঙ্গে সৌজন্য স্বাক্ষাতে-মানসুরুর রহমান। |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ জনাব তানযীম আলম তাবাসসুম এর সংঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন আন্তর্জাতিক
মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয়
পরিচালক ও রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি, বি সি আর এস রাজশাহী জেলা
কমিটির সভাপতি, রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন কমিটির সভাপতি ও জাতীয়
পত্রিকা দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার স্টার্ফ রিপোটার মো: মানসুরুর রহমান।
আজ (২৭ শে মার্চ) সকাল ১১ টার সময় রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসারের সহিত মো: মানসুুরুর রহমান একান্ত স্বাক্ষাতে তানযীম আলম তাবাসসুম কে ফুলের তোঁড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা অন্তে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর কার্যক্রম যেমন বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পারিবারিক দ্বন্দ নিরসন, জমি-জমা সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করছি বলে অবগত করেন। জনাব তানযীম আলম তাবাসসুম পরিচালক মহাদয়কে সর্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি বলেন অমিমাংশিত আবেদন বা অভিযোগ গুলো আইন গত মামলা করার ক্ষেত্রে প্রয়োনীয় ব্যবস্থা প্রদান করবেন। আপনারা কাজ করেন সমাজের অসহায়,অবহেলীত ও নিপীরিত মানুষের জন্য আমি সর্বদা যে কোন প্রয়োজনে আপাদের সহযোগীতা প্রদান করব।
কাকন জার্নাল/তরিকুল ইসলাম





No comments:
Post a Comment