নিখোঁজ সংবাদ / হারানো বিজ্ঞপ্তি
মোসাঃ ফাতেমা বেগম (৭০) নামে একজন মানসিক সমস্যা গ্রস্থ বৃদ্ধ মহিলা গত ডিসেম্বর-২২ মাসের প্রথম সপ্তাহে তাহার নিজ বাড়ী (নোন্দাপুর) হতে বের হয়ে গেলে আর ফিরে আসেনি। তাহকে অনেক খোঁজা খুজি করে আজ অবধি কোন প্রকার সন্ধ্যান পাওয়া যায়নি।
তাহার পূর্নাঙ্গা ঠিকানা হচ্ছেঃ-
নাম - মোসাঃ ফাতেমা বেগম (৭০)
স্বামী- মৃত আহাদ আলী
ঠিকানা: গ্রাম- নোন্দাপুর, ডাকঘর- কাকনহাট-৬০০০, উপজেলা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী। কাঁকনহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পান তবে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। মোবাইল নম্বর: ০১৭৪২ ১৮৭০৩২ ছোট ছেলে মোঃ ইদ্রিশ আলী।
No comments:
Post a Comment