গোদাগাড়ী উপজেলার আলোকছত্র উচ্চ বিদ্যালয় এর উদ্দোগ্যে ২১ শে ফেব্রুয়ারী উদযাপন। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, February 22, 2023

গোদাগাড়ী উপজেলার আলোকছত্র উচ্চ বিদ্যালয় এর উদ্দোগ্যে ২১ শে ফেব্রুয়ারী উদযাপন।

 

কিবরিয়া মোঃ দুরুল, প্রতিনিধি গোদাগাড়ী উপজেলা ঃ আমার ভাইয়ের রক্তে অর্জিত এই ভাষা খুবই কষ্টে পেয়েছি আমরা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে মায়ের ভাষা বাংলার দাবিতে রাজপথে আন্দোলনে নেমে আসে কিছু মানুষ , সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ প্রমুখ, এই সময় মিছিলকে লক্ষ্য করে পুলিশ  গুলি করে এই সময়  তারা শহীদ হয়। 

এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানে হয়। তাদের জন্য দোয়া করা হয়। তার ব্যতিক্রম ঘটেনি, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার,  রিশিকুল ইউনিয়নের অর্ন্তগত ১নং ওয়ার্ডের আলোকছত্র উচ্চ বিদ্যালয়ে এই সময় শহীদ মিনারে ফুল দেওয়া হয় এবং  খালি পায়ে হেঁটে বিশাল র‍্যালী প্রদর্শন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, সহকারী শিক্ষক আব্দুল মতিন সরকার, সেলিম সরকার, রইশ উদ্দিন, ফাতেমা খাতুন সহ প্রমুখ। পরিশেষে ভাষা শহীদদের জন্য দোয়া করা হয়।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages